
পোস্টার তৈরীর প্রতিযোগীতা
প্রতিযোগিতার সময়ঃ ১ অক্টোবর, ২০২০ হতে ১৫ অক্টোবর, ২০২০
নিরাপদ অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও গুজব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে পোস্টার ডিজাইন করতে হবে;
বাংলাভাষী যে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন;
আগামী ১৫ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে;
পোস্টারের সাইজঃ ক) ১৮” x ২৪” খ) ২৪” x ৩৬” গ) ২৭” x ৪০” এ তিনটি সাইজের যেকোনো একটি
হাতে অথবা যেকোনো ডিজাইন সফটওয়্যার ব্যবহার করে পোস্টার ডিজাইন করা যাবে;
বিষয়ঃ
ক) মিথ্যা ও গুজব বন্ধে করণীয়
খ) অনলাইনে ভুয়া সংবাদ
গ) অনলাইনে নারী ও শিশুদের প্রতি সহিংসতা
ঘ) হ্যাকিং থেকে বাঁচার উপায়
ঙ) অনলাইনে আর্থিক লেনদেন
চ) অনলাইনে বিদ্বেষ (হেইট স্পিচ) ছড়ানো
ছ) সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা
জ) নিরাপদ অনলাইন/ মোবাইল ব্যাংকিং
ঝ) পাসওয়ার্ড ও প্রাইভেসি সেটিং
ঞ) মোবাইল, কম্পিউটার বা অন্য ব্যক্তিগত ডিভাইস হারিয়ে গেলে বা চুরি হলে করণীয় ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি এবং মানুষকে শিক্ষিত করবে এমন পোস্টার;
একজন একটি পোস্টার ডিজাইন করতে পারবেন;
আপনার বানানো ডিজাইন, টেক্সট/ কপি অবশ্যই মৌলিক হতে হবে। অন্য কারো তৈরি ডিজাইন, টেক্সট অথবা এর আগে ব্যবহার করা হয়েছে এমন উপাদান ব্যবহার করা যাবেনা;
বাংলা ভাষায়, সহজ ও সাবলীলভাবে বক্তব্য তুলে ধরতে হবে;
যেভাবে জমা দিবেন: আপনার নিজ হাতে অথবা সফটওয়্যার এর সাহায্যে ডিজাইন করা পোস্টারটি ইমেজ আকারে আপনার ফেসবুক প্রোফাইল এবং দুর্বার পরিবার গ্রুপে আপলোড করুন;
ফেসবুকে আপলোডের সময় অবশ্যই দুর্বার এর পেইজে ট্যাগ দিতে হবে;
যেখানেই আপলোড করুন না কেন আপনাকে অবশ্যই #Durbar21, #AsolChini, #Poster4Durbar21 হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে;
আপনার নির্মিত পোস্টারের প্রমোশন অর্গানিক হতে হবে, কোন অবস্থাতেই পেইড প্রমোশন করা যাবে না।
আপনার তৈরি পোস্টারটি ফেসবুকে আপলোডের পর, এর লিঙ্ক, রিএকশন, কমেন্ট এবং শেয়ারের সংখ্যা আগামী ১৫ অক্টোবর, ২০২০ তারিখের মধ্যে আমাদের দেয়া এই গুগল ফর্মের মাধ্যমে সাবমিট করতে হবে- https://forms.gle/KEfk9bAvpeHGVscp9
নির্বাচিত সেরা ডিজাইনারদের পুরস্কৃত করা হবে;
প্রতিযোগিতার যেকোনো বিষয়ে দুর্বার কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।